জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবানের রুমায় ছাত্রলীগ। আজ (১৪আগস্ট) রাত ৮টায় শ্রদ্ধা নিবেদন ও প্রদীপ প্রজ্জলন করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রুমা ছাত্রলীগের সভাপতি রিন সান বম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান,
শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক, বিপ্লব বড়ুয়া আরমান, রাজীব সিকদার, অংচোঅং মার্মা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আগামীকাল ১৫ আগস্ট সকাল ১০টায় দলীয় অফিসে ছাত্রলীগের এ উপলক্ষে আলোচনা সভা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতা বিপ্লব বড়ুয়া আরমান।