এর আগে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট একেই মাঠে অনুষ্ঠিত হয়। বালিকা অংশ গ্রহণে এ চুড়ান্ত খেলায় মুননুয়াম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ বেলাল হোছাইন, রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুর ইসলাম প্রমুখ।
পরে চাম্পিয়ন দল ও রানার্স আপ উভয় দলকে ট্রফি ও গোল্ডকাপ পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া ইউনিয়ন পর্যায়ে চাম্পিয়ন দল ও রানার্স আপ উভয় দলকেও ট্রফি ও গোল্ডকাপ পুরস্কৃত করা হয়।