বম প্রবাদের গ্রন্থটি লেখক ভাননুনসিয়াম বম ও লাল ঠুয়াই নাগ বম যৌথভাবে রচিত এবং ইয়ং বম এসোসিয়েশস (ওয়াইবিএ) কর্তৃক প্রকাশিত হয়েছে। গ্রন্থটির মোড়ক উন্মোচনে বিেিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার চৌধুরী সাংমুয়ান বম,বিএসসিবি‘র সাধারণ সম্পাদক জনাথান সুইফ, ও বম সোশ্যাল কাউন্সিল বাংলাদেশ উপদেষ্টা পরিষদের সদস্য রেভা. আর.তি ময়া ও এলডার সনথোয়াং লনচেও। আরো উপস্হিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পরিষদের সদস্য জুয়েল বম ও রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম ও চার্চের নেতৃত্ববৃন্দ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখকদ্বয় জানান, আগে বমদের অনেক প্রবাদ মুখে মুখে প্রচলিত। অযত্নে সংরক্ষিত না হওয়ার কারণে তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ও বিকৃত হচ্ছে। তাই এ প্রবাদ বাক্যগুলো সংরক্ষণের প্রয়াসে উন্মোচিত যৌথভাবে রচয়নের এ মহতি উদ্যোগ নিয়েছেন বলে জানালেন লেখক ভাননুনসিয়াম বম।