রুমায় বালু উত্তোলনের দায়ে যুবককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

NewsDetails_01

রুমায় অবৈধভাবে
অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । তার বাড়ি নোয়াখালীর চাপারাশি গ্রামে । শনিবার দেড়টায় রুমা সদর ইউনিয়নের থানাপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শরিফুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড দেন। প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইউএনও থানা পাড়া এলকার সাংগু নদীর চড়ে পরিদর্শনে গেলে ব্যাপকহারে বালু উত্তোলনের দৃশ্য দেখতে পান । পরে পরিবেশ ভারসাম্য ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১১ ধারায় মোহাম্মদ সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন । রুমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শরিফুল হক জানান, আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

আরও পড়ুন