
উপজেলার নিউ এডন পাড়ার বাসিন্দা জাকপের মা লালকিম বম বলেন, আমার তিন ছেলে বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরে । পরে তারা তিন জনেরই পেট ব্যাথা শুরু হয় । তারা বারবার বাতরুমে যেতে থাকে । এক পর্যায়ে তারা অসুস্থ হয়ে যায় । তাদের অবস্থা দেখে তাদেরকে হাসপাতালে নিয়ে যায় ।
এদিকে , উপজেলার বেথেল পাড়ার কয়েকজন মুঠোফোনে এ প্রতিবেদকে জানান, বিয়ে দাওয়াতে খেয়ে বাড়ি ফেরার পর ৭/৮জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের পাড়ার গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
হাসপাতালে দায়িত্বে থাকা সহকারি চিকিৎসক মোহাম্মদ মামুন বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে বাসি খাবার, দূষিত পানি পান ও মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী রান্না এবং অপরিস্কার অপরিছন্ন অবস্থায় খাবার গ্রহণ ।



