রুমায় বয়:সন্ধিকালীন কিশোর-কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

NewsDetails_01

কমিউনিটি ডেভেলপমেন্ট কনর্সান(সিডিসি) আয়োজনে ও রুমা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের অর্থায়নে বয়: সন্ধিকালীন কিশোর-কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় উদ্বোধন করেন সিডিসি‘র সভাপতি রেভা: পেকলিয়ান বম।

NewsDetails_03

শুক্রবার সকাল ১০টায় বান্দরবানের রুমায় জাইঅন পাড়ায় ইসিসি কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালায় সিডিসি‘র নির্বাহী পরিচালক জার্মান সাইলুক‘র সভাপতিত্বে বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নয়ন চন্দ্র দেবনাথ, প্রকল্প ম্যানেজার লালদুহসাং বম ও আরসিএসপি‘র সমাজ কর্মী ইম্মানুয়েল বম ।

এসময় কিশোর কিশোরীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা ও শিশু নিরাপত্তা এই দুটি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
বয়:সন্ধিকাল ও কৈশোর, বয়:সন্ধি ও কৈশোরের ঝুঁকি, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি এবং নিরাপদ যৌন আচরণের জন্য করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়াও কিশোর-কিশোরীদের শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, মানসিক নির্যাতন ও তাদের শোষণ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা। এতে রুমা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের আওতায় ২১৩জন কিশোর-কিশোরীরা স্বত:স্ফূর্ত অংশ গ্রহণ করে।

পরে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষা সহায়ক সামগ্রী এবং ৬ষ্ঠ থেকে দশম শিক্ষার্থীদের পরীক্ষা ফিস বিতরণ করা হয়।

আরও পড়ুন