বান্দরবানের রুমায় সড়ক দুর্ঘটনা ১জন নিহত ও ৩জন আহত হয়েছে। তবে মৃত অজ্ঞাত এ কিশোরের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়,আজ সোমবার বিকাল সাড়ে চারটার দিকে রুমা সদরঘাট থেকে রুমা বাজারে যাওয়ার পথে পলিপাড়া এলাকায় মাহীন্দ্র গাড়িটি চালকের বসার আসনে নীচে পেরেকের স্ক্রুপ খুলে যায়। এতে যাত্রী নিয়ে গাড়িটি উল্টে যায়। এঘটনায় একজন নিহত ও চালকসহ তিনজন আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রায়হান সিদ্দিকী জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে নাম ও পরিচয় অজ্ঞাত। একজন বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে মারা গেছে বলে শুনেছি। আহত আরেক নারী কাঁধে আঘাত প্রাপ্ত হয়। পরিক্ষা নিরীক্ষা সুবিধার্থে বান্দরবান সদরে রেফার করা হয়েছে।
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার কথা লোক মুখে শুনেছি,সেটা ভাল করে খোঁজ নেয়া হবে।