পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকালে রুমা উপজেলার বেথেল পাড়া সংলগ্ন রাস্তার পাশের একটি দোকানে একটি মোটর সাইকেলসহ অবস্থান করছিল দুই অস্ত্র ধারী, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর মেজর মাসুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় র্যাব সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন বলেন, তাকে রুমা থানায় হস্তান্তর করা হয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র মামলায় দায়ের করা হবে।
প্রসঙ্গত, লাল বিয়াক বম উপজেলাটির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি করে আসছিল।