রুমায় সকাল সন্ধ্যা ধর্মঘটের ডাক

NewsDetails_01

বান্দরবান সদরের গাড়ি রুমা সদর পর্যন্ত আসবে, এর বাইরে বগালেক কেওক্রাডং ও অন্যান্য জায়গা যেতে পারবে না, এ দাবীতে আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছে রুমা জীপ মালিক ও চালক সমবায় সমিতি।

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় রুমা বগালেক স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করে গাড়ির মালিক ও চালকরা । পরে মিছিলটি রুমা বাজার প্রদক্ষিণ করে । পরে রুমা বাজারে অনুষ্ঠিত হয় সমাবেশ।

NewsDetails_03

সমাবেশে এ ধর্মঘটের ঘোষণা দেন রুমা উপজেলা জীপ মালিক সমিতির সভাপতি সুধীর দাশ ও গাড়ী চালক সমিতির সভাপতি কার্তিক কর্মকার।

চালক ও শ্রমিকরা জানিয়েছেন, বান্দরবান সদর থেকে পর্যটকরা সরাসরি গাড়ি ভাড়া করে রুমার বগালেক, কেওক্রাডং সহ বিভিন্ন জায়গায় চলে যায় । যার কারণে স্থানীয় গাড়ি চালক ও শ্রমিকরা পেশাগত সমস্যার সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন