রুমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

NewsDetails_01

ছবি : সড়ক দুর্ঘটনা লগো
বান্দরবানের রুমায় সদর ইউনিয়নের বড়শি পাড়ার সংলগ্ন ব্রিকফিল্ড থেকে রুমা বাজার আসা পথে থানা পাড়ার পার্শ¦বর্তী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে একজন। নিহতের নাম উসাচিং মারমা(৫৭)। সে বড়শি পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে,আজ মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটাদিকে বড়শি পাড়ার সংলগ্ন ব্রিকফিল্ড থেকে কংকর ভর্তি জীপ গাড়ি রুমা বাজার দিকে আসার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে। চার বস্তা বাদাম উঠিয়ে উসাচিং মারমাও ওই গাড়িতে আসছিল রুমা বাজার দিকে।
জীপ ড্রাইভার মো. মামুনের সূত্রে জানা যায়, থানা পাড়ার নিকটবর্তী জীপ গাড়িটি উঁচু রাস্তায় উঠার সময় গ্যায়ার পরিবর্তন করতে গিয়ে পিছন দিকে ঝাঁকুনি দেয় গাড়িটি। এতে পিছনে থাকা লোকটি ছিটকে পড়ে যায়। এতে মাথায় আঘাত পায়। তাৎক্ষনিকভাবে তাঁকে উদ্ধার করে ওই গাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা: রবিন্দ্রনাথ সরকার তাকে মৃত্যু ঘোষণা করেন্
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কাসেম বলেন, ড্রাইভার ও মৃতের আত্মীয়স্বজন উভয় পক্ষ থানা এসে জানিয়েছেন, গাড়ি ড্রাইভারের কোনো দোষ থাকায় বিষয়টি জনপ্রতিনিধির মাধ্যমে বসে সমঝোতা করতে চান তারা। থানায় এ ব্যাপারে কাউকে অভিযুক্ত করে মামলা করা হয়নি।

আরও পড়ুন