রুমায় সড়ক দূর্ঘটনায় আহত ৩
বান্দরবানের রুমা-বগালেক রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটর বাইকের চালকসহ তিনজন আহত হয়েছে।
তার মধ্যে রুমা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গুরুত্বর আহত দুইজনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন -মোটরবাইক চালক হ্লা বুশে মারমা-(৩৫) ও খাম লাইন খুমি (৫৭)। তবে আরেক মোটরবাইক আরোহী থোয়াইনু(৪১) কে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত আবাসিক মেডিকেল চিকিৎসক ডাঃ রিদওয়ান নেওয়াজ। বাকী দুইজন মোটামোটি মাথায় আঘাত পেয়েছে।
শনিবার(৮ মে,২০২১) বিকাল সাড়ে তিনটায় রুমা বাজার থেকে বগালেক যাওয়ার পথে বাসিংথোয়াই উকিলের বাগান এলাকায় নামানি রাস্তায় চলন্ত অবস্থায় বাইক চালকের মাথা থেকে হেলমেট হঠাৎ খুলে পড়ে যায়।এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ে ধাক্কা খেয়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য যে, গত মার্চ মাসেও রুমা -বগালেক সড়কে মোটরবাইক দুইটি প্রতিযোগিতা মূলক দ্রুত চালাতে ব্রীজে রেলিংয়ে ধাক্কা খেক্ষে একজনের ঘটনাস্থলে মারা যায়।