বান্দরবানের রুমায় গালেঙ্গ্যা ইউনিয়নের গালেঙ্গ্যা পাড়ার উহ্লামং মারমাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে জেলা আদালতে পাঠানো হয়েছে ।আটককৃতের নাম মংরেঅং মারমা(৪৩)। সে গালেঙ্গ্যা ইউনিয়নের ছ্ংও পাড়ার বাসিন্দা। বুধবার দুপুরে একজনকে আটক করে জেলা আদালতে চালান দিয়েছে পুলিশ।অপরজন পাড়া প্রধান সুইসিং মারমাকে ছেড়ে দেয়া হয়। এ দুইজন সম্পর্কে আপন ভাই।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছর জানুয়ারি মাসে শেষের দিকে পাড়ার বাইরে কাজ করতে গিয়ে নিখোঁজ হন উহ্লামং মারমা (৩৩)। গালেঙ্গ্যা পাড়ার পার্শ্ববতী সেপ্রু ছড়া নামক স্থান থেকে ৪ ফেব্রুয়ারি উহ্লামং এর হাত কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে থানা পুলিশ বিভিন্ন সোর্সের মাধ্যমে তদন্ত শুরু করে। থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছে বিভিন্ন ভাবে তথ্য পেয়ে গালেঙ্গ্যা ইউনিয়নের উহ্লামং কে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়। তার মধে ছাংঔ পাড়ার কারবারী সুইসিং মারমাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে মংরেঅং মারমা নামে এক আসামিকে জেলা কোর্টে চালান করে দেয়া হয়েছে। তবে রিমান্ডে জিজ্ঞাবাদের হত্যার প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে জানালেন ওসি শরিফুল।