কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বান্দরবানের রুমায় চার ইউনিয়নের ত্রাণ সামগ্রী পেয়েছে ১ হাজার ৪৪০ জন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বিতরণ করা এসব সামগ্রী বিতরণ করছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে রুমা সদর ইউনিয়নের ১নং সদরঘাট এলাকায় যাত্রী ছাউনি থেকে ১২০ জনকে বিতরণ করা হয়।
এতে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সমগ্রী বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বরেন ত্রিপুরা ও সদর ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের কমিটি সভাপতি মংবাথোয়াই মারমা, সাধারণ সম্পাদক আহ্লামং মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে খক্ষ্যংঝিরি বাজার থেকে পাইন্দু ইউনিয়নে ১ ও ২ ওয়ার্ডের দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বরেন ত্রিপুরা জানান কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় জেলা পরিষদের মাধ্যমে রুমায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
উপজেলার চারটি ইউনিয়নেনর বিপরীতে ১৪৪০জনের জন্য ত্রাণ পাওয়ার পর প্রতি ইউনিয়নে ৩৬০জন করে ওয়ার্ড ভিত্তিক ৪০ জন করে ত্রাণ সামগ্রিগুলো স্থানীয় আ.লীগের দলীয় নেতাদের মাধ্যমে এলাকায় পৌঁছিয়ে দেয়া হচ্ছে। এ বিতরণ কার্যক্রম গত তিনদিন(৪মে) থেকে চলছে।