রুমায় ২টি রাশিয়ান এসএমজি, ৩টি ম্যাগজিন, গুলি ও মাদক উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার মিনঝিড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ২ টি রাশিয়ান এসএমজি, ৩টি ম্যাগজিন,১২ রাউন্ড এসএমজির গুলি, ৩ রাউন্ড পিস্তলের গুলি,১০০ গ্রাম আফিমসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করেছে সেনা সদস্যরা।
১১ মে (মঙ্গলবার) ভোররাতে রুমা উপজেলার মিনঝিড়ি পাড়ার কাছে একটি পাহাড়ের জুম ঘরে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা এসব সরঞ্জাম অস্ত্র উদ্ধার করে। অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এসময় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ও উদ্ধার করা হয় বেশ কিছু মালামাল।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, অভিযানের পর সন্ত্রাসীদের আস্তানা থেকে তল্লাশি করে এসব অস্ত্র,গুলি, মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর রুমা ২৭বেঙ্গল জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবায়ের শফিক জানান, একদল সন্ত্রাসী পাহাড়ে জুম ঘরে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেনা সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে, সেনাবাহিনীর সদস্যরা ও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসীদের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম গুলো রুমা সেনানিবাসে আনা হয়েছে।