রুমা বাজারে সিসি ক্যামরা স্থাপন

purabi burmese market

বান্দরবানে রুমায় সাধারণ মানুষের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রুমা সেনা জোনের ব্যবস্থাপনায় রুমা বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রুমা উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়াতে কোনো জনবহুল এলাকায় সিসি ক্যামড়া স্থাপন এটিই প্রথম।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রুমা বাজারসেডে দ্বিতীয় তলায় সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেব উদ্ধোধন করেন রুমা সেনা জোন কমান্ডার লে.কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর পিএসসি।

এ উপলক্ষে রুমা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কাসেম চৌধুরী, বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া, ব্যবসায়ী রতন কান্তি দাসসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এরপর বাজারের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন এবং পরে শান্তিশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি । পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে উপহার প্রদান করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।