রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হচ্ছে

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর আরো অধিকতর চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১০ শয্যাবিশিষ্ট রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণের সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অবকাঠামো নির্মাণের কাজ শুরু হচ্ছে।
স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণের জন্য প্রায় ১৬ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে এবং ঠিকাদারের সাথে চুক্তি সম্পন্ন হওয়ার পর কার্যাদেশও প্রদান করা হয়েছে।
আগামী ২৫ আগষ্ট সকাল ১০ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি প্রধান অতিথি হিসেবে ৫০ শয্যার অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন