বান্দরবানে রোটারী ক্লাব অফ বান্দরবান এর উদ্যোগে ঢেউটিন ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় রোটারী ক্লাব অফ বান্দরবানের উদ্যোগে জেলা সদরের হোটেল হিলভিউ কনফারেন্স হলে এই ঢেউটিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট গর্ভণর প্রিন্সিপাল লে. কর্ণেল (অবঃ) এম. আতাউর রহমান পীর পি.এইস.এফ এমসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রোটারিয়ান মোঃ শফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রোটারিয়ান কাজল কান্তি দাশ, পৌর মেয়র রোটারিয়ান মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য রোটারিয়ান লক্ষীপদ দাশ, পৌর আ.লীগের সভাপতি রোটারিয়ান অমল কান্তি দাশ, রোটারী ক্লাব অফ বান্দরবানের প্রেসিডেন্ট মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারি রোটারিয়ান হাজী জামাল আব্দুর নাসেরসহ রোটারী ক্লাব অফ বান্দরবানের সদস্যবৃন্দরা ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে রোটারী ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট গর্ভণর প্রিন্সিপাল লে. কর্ণেল (অবঃ) এম.আতাউর রহমান পীর পি.এইস.এফ এমসি বলেন, রোটারী ক্লাবের সকল কর্মকান্ডকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। মানব সেবার মধ্য দিয়ে এই সংগঠনের প্রতিটি রোটারিয়ানকে দেশ সেবায় অংশ নিতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও রোটারিয়ানরা বান্দরবানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন এবং ৪জন অসুস্থ ব্যক্তির মধ্যে হুইল চেয়ার প্রদান করেন ।