রোড শোতে অংশগ্রহনকারী সাইক্লিষ্টরা মেঘের রাজ্যে

NewsDetails_01

করোনায় থমকে যাওয়া পর্যটনখাতকে আবারও চাঙ্গা করতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত রোড শোতে অংশগ্রহনকারী সাইক্লিষ্টদের মেঘের রাজ্য ডিম পাহাড়ে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্টান ও ফুল দিয়ে অভ্যর্থনা জানান জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর)সাড়ে ১১ টায় থানচি উপজেলা হতে বান্দরবান-রুমা-থানচি উপজেলা হয়ে আলীকদম আসার পথে আলীকদম সীমান্ত এলাকা ডিম পাহাড়ে সাইক্লিস্টদের এই অভ্যার্থনা জানানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন সরকার,চার ইউপি চেয়ারম্যান নাছির ইদ্দন, ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা,ক্রাতপুং ম্রোসহ ব্যক্তিবর্গ।

NewsDetails_03

অভ্যর্থনা অনুষ্টানে জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা বলেন,বান্দরবান জেলা উজ্জ্বল সম্ভাবনাময় পর্যটন এলাকা। করোনাকালীন সময়ে ঝিমিয়ে পড়া পর্যটন শিল্পকে চাঙ্গা করতে জেলা পরিষদ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে।

তিনি আরও বলেন, বান্দরবান জেলা অন্য উপজেলার মত আলীকদম উপজেলা ব্যাপক পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে পরিচিত লাভ করেছে। আগামীতে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে উঠবে এই উপজেলা। এরই মধ্যে এই উপজেলায় অসংখ্য পর্যটকের আগমন ঘটছে। পার্বত্য বিষয়ক মন্ত্রী মহোদয় বান্দরবানসহ এই উপজেলাকে পর্যটনশিল্পে রূপান্তিত করার মহা উদ্যোগ নিয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে ২৭ জন সাইক্লিষ্টদের অংশগ্রহনে রোড শো শুরু হলেও আলীকদম উপজেলায় পৌছান ১৬ জন সাইক্লিষ্ট।

আরও পড়ুন