রোয়াংছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে স্থানীয় প্রশাসন

বান্দরবানের রোয়াংছড়িতে গত ৫ আগস্ট পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে অদ্যবধি রোয়াংছড়ি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বজায় রাখতে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মাঠে কাজ করেছে।

গত সোমবার (১১ নভেম্বর ২৪ইং) সকাল ৬টা থেকে রোয়াংছড়ি সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন কর্তৃক সিনিয়র অরেন্ট অফিসার আলমগীর সহ একটি টহল দল বিভিন্ন পয়েন্টে পুলিশের সহায়তায় ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনা করেন।

NewsDetails_03

এছাড়া সকাল ৯টায় হতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম কর্তৃক সহকারি কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। যানবাহন দুর্ঘটনা হতে রক্ষার পাওয়ার জন্য সচেতনমূলক পরামর্শে প্রদানসহ ভবিষ্যৎ দুর্ঘটনা রোধ ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বৃদ্ধি পাবে।

এছাড়া গোয়েন্দা সূত্রে প্রাপ্ত বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আনাগোনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়। হাট-বাজার সোমবার কেন্দ্রিক হওয়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ উপস্থিতি বৃদ্ধি করা হয়।

আরও পড়ুন