রোয়াংছড়িতে গুলিতে কারবারি নিহত, আহত ২

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছে। নিহত থমচু বম (৭৪) রামথার পাড়ার কারবারি। তবে আহতদের নাম,পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে রোয়াংছড়ি উপজেলার সদর থেকে ১৫ কিলোমিটার দূরে দুর্গম রামথার কারবারি পাড়ায় জুমে যাচ্ছিলেন থমচু বম ও তার ছেলে। এসময় সন্ত্রাসীরা গুলি করলে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর উক্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে, অনেকে তাদের নিজ বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে। ঘটনার পর উক্ত এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।

NewsDetails_03

বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, রামথারপাড়া এলাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

এদিকে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাদের ফেসবুক পেজে দাবি করেছে সেনাবাহিনীর গুলিতে থমচু বম নিহত হয়েছে।

আরও পড়ুন