রোয়াংছড়িতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভা
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান ৩০০নং আসনে টানা ছয় বারের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে সপ্তমবারের মতো বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষে রোয়াংছড়ি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি, প্রচার উপ-কমিটি এবং দপ্তর উপ-কমিটির সাথে যৌথ মত বিনিময় সভা উপজেলা টাউন হলের অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আনন্দ সেন তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সদস্য সিয়ং খুমীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।