বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ফের দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। উপজেলার ক্যাপ্লাং ও পাইখ্যং পাড়ার মধ্যবর্তি জঙ্গল থেকে অজ্ঞাত তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (৮মে) সোমবার ভোরে উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরের ক্যাপ্লাং ও পাইখ্যং পাড়ার মাঝ খানের এলাকায় ব্যাপক গোলাগুলি হয়। এরপর স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে সোমবার বিকাল ৪টার দিকে ক্যাপ্লাং ও পাইখ্যং পাড়ার মাঝখানের পাহাড়ের জঙ্গল থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। নিহতরা সবাই আদিবাসী সম্প্রদায়ের হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা পাহাড়ের কোন আঞ্চলিক গ্রুপের সদস্য এবং তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

এই ব্যাপারে রোয়াংছড়ি থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম ও রাহুল রায় বলেন, অজ্ঞাত তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গত ৬ এপ্রিল জেলার রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপ কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ সংস্কার) এর মধ্যে দফায় দফায় গোলাগুলিতে ৮ জন নিহত হলে এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
এই ব্যাপারে সোমবার সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনজন অজ্ঞাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।