রোয়াংছড়িতে প্রশাসনের উদ্যোগে ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনের ঐতিহাসিক ৭মার্চ কালজয়ী ভাষণ দিবসে উপলক্ষে অবিসংবাদিত নেতা ও বাংলার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদায় পুষ্পমাল্য অর্পণ ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (৭মার্চ ২০২৩) আয়োজিতর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান।

এছাড়া দিবসটি উপলক্ষে পৃথকভাবে বাজারস্থ মাল্টিপারপাস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহাইমং মারমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতিনিধি নেইতন বুইতিং, সহ-সভাপতি ও সাবেক রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, সহ-সভাপতি ও ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, সাধারণ সম্পাদক ও ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, জনম জয় তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাউসাং মারমা, সাধারণ সম্পাদক ক্যাইয়ি মারমা।

আরও পড়ুন