রোয়াংছড়িতে বিএনপি’র সম্প্রীতি সভা ও গণমিছিল
বান্দরবানের রোয়াংছড়িতে জেলা ও উপজেলা বিএনপি’র সমন্বয়ের উদ্যোগের সম্প্রীতি সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১২ আগস্ট ২০২৪) রোয়াংছড়ি বাস স্টেশন থেকে বর্ণাঢ্য গণমিছিল ও র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের সংলগ্লে শেষ হয় এবং একই মাঠে সংক্ষিপ্ত সভা আয়োজন করেন।
সভায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা পিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মংহাইনু মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, বিশেষে অতিথি উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক সহ সভাপতি লুসাইমং মারমা, জেলা কমিটি মো. জসিম উদ্দিন তুষার, বান্দরবান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক চনুমং মারমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গান্ধিলাল তঞ্চঙ্গ্যা। এছাড়া জেলা ও উপজেলা শতাধিক নেতাকর্মী গণমিছিলের অংশ নেন।