রোয়াংছড়িতে ভিজিএফের চাল পেল ৪৯৫২ দরিদ্র পরিবার

বান্দরবানের রোয়াংছড়ির ৪টি ইউনিয়নে ভিজিএফের চাল পেল ৪৯৫২টি অসহায় ও দু:স্থ পরিবার। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রদানকৃত ৪৯.৫২০ মে:টন চাউল ৪টি ইউনিয়নে সুষম বন্টন করে পৃথক পৃথকভাবে প্রতি পরিবারকে ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ১নং রোয়াংছড়ি ইউনিয়নে ভিজিএফের চাল পেয়েছেন ১৫১৩টি পরিবার, ২নং তারাছা ইউনিয়নে ১৫২০টি পরিবার, ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে ১১১৮টি পরিবার ও ৪নং নোয়াপতং ইউনিয়নে ৮০১টি পরিবার। রবিবার (১৬ মার্চ ২৫) ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানে ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

NewsDetails_03

এসময় উপস্থিত ছিলেন মহিলা মেম্বার থুইসাংপ্রু মারমা, ১নং ওয়ার্ড ইউপি মেম্বার অংশৈচিং মারমা, ২নং ওয়ার্ড ইউপি মেম্বার অংসিংনু মারমা, ইউপি মেম্বার সুমন তঞ্চঙ্গ্যা, ইউপি মেম্বার ক্রাচিংঅং মারমা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা লিটন পালসহ আরো অনেকে।

প্রধান অতিথি সাইফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিনে যেন কেউ অভুক্ত না থাকে, সেই লক্ষ্যে হতদরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে সরকার বিশেষ খাদ্য সহায়তা বিনামূল্যে ১০ কেজি করে চাল দিয়েছেন। শুধু তাই নয়, সারাদেশের বিভিন্ন খাদ্য নিরাপত্তামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন