রোয়াংছড়িতে ভোটার তালিকা : ৯৬০ জনের ছবি তোলার কার্যক্রম শুরু

বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় হালনাগাদ ভোটার তালিকায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস সূত্র।

NewsDetails_03

জানা গেছে, এবারের রোয়াংছড়ি উপজেলার নতুন ভোটার সংখ্যা হচ্ছেন ৯৬০জন। এর মধ্যে ১নং রোয়াংছড়ি ইউনিয়নে ভোটার সংখ্যা ২৯৯জন, ২নং তারাছা ২৩৮জন, ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে ১৭৯ জন এবং ৪নং নোয়াপতং ইউনিয়নে ২৪৪ জন। নতুন প্রজন্মে উদয়মান তরুণ-তরুণী এবং স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা নতুন ভোটার হতে পেরে উৎসব মুখর পরিবেশে ছবি তোলার জন্য স্ব:স্ফুর্তভাবে নির্দিষ্ট কেন্দ্রে তারাছা ইউনিয়ন পরিষদে এসে ছবি তোলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুনির্মল বড়ুয়া জানান, কার্যক্রম শুরুতে আমি চিন্তিত ছিলাম। কারণ পাহাড়ী অঞ্চলের পরিবেশ আলাদা, সমতলের পরিবেশের মতো নয়। এখানকার যাতায়ত ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা তেমন সুবিধের নয়। কিন্তু ছবি তোলা কেন্দ্রে গিয়ে দেখি নতুন ভোটারা ব্যাপক উৎসহ উদীপনায় নিয়ে ছবি তোলার জন্যে কেন্দ্রে আসছেন।

আরও পড়ুন