রোয়াংছড়িতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো প্রবারণা উৎসব
বান্দরবানের রোয়াংছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রথযাত্রার শেষে রাখইংক্ষ্যং নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রবারণা উৎসব মহা ওয়াগ্যেয়াই পোয়ে।
ইতিপূর্বে রোয়াংছড়ি কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ কমিটি আয়োজিত প্রবারণা পূর্ণিমার ও মহা ওয়াগ্যেয়াই পোয়ে: উপলক্ষে গৃহীত চার দিনের কর্মসূচির সমাপনী দিনে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে সংলগ্ন মাঠে প্রাঙ্গণে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২৫) বিকাল সাড়ে ৪টা দিকে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবারণা উৎসব উদযাপন কমিটির সভাপতি ও ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা ভিক্ষু পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ: পঞ্ঞানন্দ মহাথেরো।
এতে সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা ও রথের উৎস্বর্গশেষে স্বর্ণ ময়ূর সাদৃশ্য রথের উপর আসনে বুদ্ধে প্রতিবীম্বর বসিয়ে মঙ্গল সূত্রপাঠের মাধ্যমে রথযাত্রার শুরু করা হয়। রথে বাঁধানো ডানে ও বামে দুইটি দড়ি হাতে ধরে ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যুব-যুবতী এবং নর ও নারী, শিশু, কিশোর ও কিশোরীরা টেনে চলে। এসময় হাজারো নর-নারী মোমবাতি জ্বালিয়ে মঙ্গলের আশীর্বাদ প্রার্থনা করে। ফলে এই ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানটি সকল সম্প্রদায়ের লোকের কিংবা জাতি বর্ণ নির্বিশেষে এক মিলনমেলায় পরিণত হয়। আশ পাশে এলাকার পরিক্রম করে শেষ হওয়ার পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারে সংলগ্ন রাখইংক্ষ্যং নদীর ঘাটে নামিয়ে হাজার প্রদীপ জ্বালিয়ে রথটি নদীতে ভাসিয়ে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় রথযাত্রানুষ্ঠান।
রথযাত্রার বিসর্জনের পর মারমাদের ঐতিহ্যবাহী জ্যাঁক নৃত্য ও স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অপ্রীতিকর এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলার বাহিনী রথযাত্রায় সার্বিক সহাযোগিতা প্রদানের দেখা গেছে।



