রোয়াংছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় হ্লায়ইনু মারমা (৪৫) নামে এক মহিলা নিহত এবং শিশুসহ ৫জন আহত হয়েছে। হ্লায়ইনু মারমা উপজেলার হেডম্যান পাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টা দিকে একটি চাঁদের গাড়ি মেরাই পাড়া সংলগ্ন পাহাড়ের উপর থেকে নিচে নামার সময় এ ঘটনা ঘটে। বান্দরবান থেকে চাঁদের গাড়িটি যাত্রী নিয়ে তারাছা ইউনিয়ন বেতছরা উদ্দেশ্য ফিরছিলেন। তখন মেরাই উপর পাড়া এলাকার পাহাড়ে ঢালু জায়গায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

NewsDetails_03

২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা জানান, দুর্ঘটনার সময় চাঁদের গাড়িটি (বি-৭০) দুমরে মুছরে যায় এবং ঘটনাস্থলে এক মহিলা নিহত ও শিশুসহ ৫জন গুরুতর আহত হয়।

এই বিষয়ে রোয়াংছড়ি থানার ইনচার্জ শুভ্র মুকুল বলেন, সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন