রোয়াংছড়ি সফরে পুলিশ সুপার
বান্দরবানের রোয়াংছড়িতে ঝটিকা সফর করেছেন পুলিশ সুপার মো. সৈকত শাহীন। রোয়াংছড়িতে সফরের এসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন শৃঙ্খলার বিষয়ে খোঁজ খবর নেন এবং আগামীতে আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্যদের সাথে মতবিনিময় করেন।

আজ মঙ্গলবার (২৬ সেপ্তেম্বর ২৩) মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বইতিং, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিংপ্রু মারমা, ঘেরাউ মৌজা হেডম্যান শৈসাঅং মারমা, পাইক্ষ্যং মৌজা হেডম্যান বইথান বম, প্রভাষক উহাইসিং মারমা।
মতবিনিময় সভা শেষে বৃক্ষরোপন করেন, জেলার পুলিশ সুপার মো. সৈকত শাহীন।