রোহিঙ্গাদের ত্রাণ দিতে হবে বান্দরবান জেলা প্রশাসনের মাধ্যমে

NewsDetails_01

কোন সংগঠন বা ব্যক্তির পক্ষ থেকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণ দিতে চাইলে তা বান্দরবান জেলা প্রশাসনের মাধ্যমে দিতে হবে । এছাড়াও নাইক্ষ্যংছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ঘুমধুমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ত্রাণ বিতরণ করা যাবে । মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক । তিনি আরো জানান, জেলা পরিষদ, রেডক্রিসেন্ট, পোস্ট অফিস, বি কে গ্রুপ এরই মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিয়েছেন । জেলা পরিষদ থেকে নাইক্ষ্যংছড়ি সদরে ৯টি টিউবওয়েল, ৫ শত পিচ থামি এবং স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও বেসরকারিভাবে আরো ৪ শত পিচ থামি রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হয়েছে ।

আরও পড়ুন