এ সময় তারা আরও বলেন, মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের গতিবিধি লক্ষ্য রাখতে হবে। রোহিঙ্গারা যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সেদিকে স্থানীয় সর্দার, মাতাব্বর, হেডম্যান, কারবারীদের সহায়তা পূর্বক পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে উদার দৃষ্টিভঙ্গির সাথে নজরে রাখতে হবে। অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে রোহিঙ্গাদের পুঁজি করে কাউকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেয়া যাবে না।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মো. জাকের হোসেন মজুমদার, ছাচিংপ্রæ মার্মা, জালাল উদ্দিন, মিন্টু কুমার সেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান বক্তব্য রাখেন।