রোহিঙ্গাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান রাঙামাটির জেলা প্রশাসকের

NewsDetails_01

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান
রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান বলেছেন, রোহিঙ্গাদের ব্যাপরে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান। জেলা প্রশাসক আরো বলেন, রোহিঙ্গাদের বিষয়টি মানবিক বিবেচনা করে সরকার তাদের বাংলাদেশে থাকতে দিয়েছে তারা কক্সবাজার এবং বান্দরবানের সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে তাদের চেক করারও উপায় নেই, আইন শৃঙ্খলার স্বার্থে রোহিঙ্গাদের বিষয়ে সর্তক থাকতে হবে। তাদের বিষয়ে কোন তথ্য নিকটস্থ প্রশাসনকে জানাতে অনুরোধ করেন। এসময় তিনি আরো বলেন, বাঘাইছড়িতে ২জন রোহিঙ্গার সন্ধান পাওয়া গেছে, তারা ভুলে গাড়ীতে করে সেখানে গেছে।
রবিবার রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন। এসময় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহাদাৎ হোসাইন, সিভিল সার্জন শহীদ তালুকদার, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগনসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, মায়ানমারের ঘটনাকে পুজি করে কোন স্বার্থান্বেষী মহল যেন সম্প্রিতি নষ্ট করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মায়ানমারের সংঘাতটি জাতিগত বা ধর্মীয় নয় একটি উগ্রপন্থীকে দমনের নামের এর সাধারন মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে। রাঙামাটিতে অনেক সম্পদায়ের মানুষ বাস করে, বলতে গেলে সমানে সমান। আমরা সাম্প্র দায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, এই সম্প্রীতি কেউ বিনষ্ট করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন