রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তি রোধকল্পে জনপ্রতিনিধিদের ভূমিকা গুরুত্বপূর্ণ : কাপ্তাইয়ের ইউএনও

NewsDetails_01

রোহিঙ্গা ভোটার সনাক্তকরণ এবং নতুন রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তি রোধকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্থানীয় চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা। রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান একথা বলেন।

তিনি আরো বলেন, থানীয় চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা জনগণকে জাতীয়তা সনদ, জন্মনিবন্ধন প্রদান করে থাকে এবং স্থানীয় পর্যায়ে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো তারা দেখভাল করে, তাই তারাই জানবে কারা এলাকার বহিরাগত।

NewsDetails_03

আজ বুধবার (২১ অক্টোবর) কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত দেশের ৩২টি বিশেষ অঞ্চলে বিদ্যমান ভোটার তালিকায় নতুন রোহিঙ্গা ভোটার সনাক্তকরণ ও নতুন রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তি রোধকল্পে করণীয় বিষয়ে বিশেষ কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

এইসময় উপজেলা নির্বাচন অফিসার সালমা নাজনীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান,পুলিশ, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন