রোহিঙ্গা সহায়তার ত্রান বিক্রি করায় বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান

বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান
কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গারা মানবিক সহায়তায় দেয়া নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, প্রতিদিন বান্দরবানে বাজারে বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বান্দরবানে বুধবার সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় তিনি বান্দরবান বাজার থেকে রোহিঙ্গাদের দেয়া সাবান, পেস্ট, পুষ্টি পাউডার,কেলসিয়াম,ঔষধসহ মেয়াদ উর্ত্তীণ পণ্য সামগ্রী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেন।
এসময় জনসাধারণের স্বার্থে এই ধরণের অভিযান আগামীতে ও চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন প্রিন্স।

আরও পড়ুন