রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন ক্যশৈহ্লা
বান্দরবানের রোয়াংছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এছাড়া আরো ঢেউটিন ও নগদ অর্থসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন রোয়াংছড়ি উপজেলা পরিষদ,বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটি ও চেম্বার অব কমার্স এর পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার সকালে (২৭ জুন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি কেন্দ্রীয় জীবতবন বিহারে অধ্যক্ষ উ: উইচারিন্দা মহাথেরো, বান্দরবান পৌর মেয়র মো: ইসলাম বেবী,জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,উপজেলা পরিষদের চেয়ারম্যানে চহ্লামং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,পৌর কন্সিলর অজিত কান্তি দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সিক্রেটারী অমল দাশ প্রমুখ।
গত শুক্রবার (২৬ জুন ২০২০) বসতঘরসহ ৭৬টি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এছাড়া বসতবাড়ি ও দোকানের আংশিক আগুনে পুড়ে গেছে। গতকাল রাতে রোয়াংছড়ি বাজারে আনুমানিক রাত সাড়ে ১২টায় দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে জমিন্দ্র তঞ্চঙ্গ্যাসহ ৩জন আহত হয়। আহতের ৩জনের মধ্যে ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজন রোয়াংছড়ি স্বাস্থ্য কমপেপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থা রয়েছে।
স্থানীয়রা জানান, রোয়াংছড়ি বাজারে ফার্ম মুরগি ব্যবসায়ী মো: দেলোয়ার দোকান থেকে বৈদ্যুতিক শর্ট শার্কিটের মাধ্যমে আগুনের ঘটনা ঘটেছে। তবে এ প্রতিবেদন লেখার পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।