রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

NewsDetails_01

রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকার তুলাছড়ি আগা পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় ঘরবাড়ি পুড়ে যাওয়ায় ৩টি পরিবারের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় দিকে রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে রোয়াংছড়ি উপজেলা প্রশাসন ও রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক যৌথ ভাবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাউসাং মারমার উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলায় নির্বাহী অফিসার মো: দাউদ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা, ত্রাণ কর্মকর্তা (পিআইও) তর্পন দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ জুন পদামা ত্রিপুরা বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় মনিজয় ত্রিপুরা,রামন্দ ত্রিপুরা এবং পদামা ত্রিপুরার ৩টি পরিবারের বাড়ি পুড়ে যায় এবং পাশের আরো ২টি বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে জানা যায়।

আরও পড়ুন