রোয়াংছড়িতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

বান্দরবানে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে। আজ রবিবার সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দমকল বাহিনীর সদস্যরা জানান, রবিবার সকালে বাঘমারা বাজার পাড়া এলাকায় হঠাৎ আগুন জ্বলে উঠে। মূহুর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে সুমন দাশ ও ননাই দাশের ঘরসহ ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর লোকজন চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফয়সাল জানান, বসতঘরের রান্নার চুলা থেকে সূত্রপাত হয়। এ সময় ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
এদিকে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানান।

আরও পড়ুন