রোয়াংছড়িতে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ১নং তারাছা ইউনিয়নের বড়ইছড়ি এলাকার সাঙ্গু নদীর পার থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে স্থানীয়রা বড়ইছড়ি এলাকার সাঙ্গু নদীর পারে অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে বড়ইছড়ি পাড়া (গ্রাম প্রধান) কারবারী চিংসামং মারমাকে বিষয়টি অবগত করেন। পরে কারবারী চিংসামং মারমা রোয়াংছড়ি থানা পুলিশকে খবর দেয়া হয়। রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শরিফুল ইসলাম (ওসি) নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন খবর পাওয়া সাথে সাথে লাশটি উদ্ধার করেছি। তবে লাশটি অতিরিক্ত ফুলে যাওয়ায় এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি ।

আরও পড়ুন