রোয়াংছড়িতে অটিজম শীর্ষক কর্মশালা

purabi burmese market

বান্দরবানের রোয়াংছড়িতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতরা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলানায়তনে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সরকারী কলেজে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: কবিরুল ইসলাম গোল্ডার, রোয়াংছড়ি কলেজে অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মংহ্লাপ্রু মারমা।

এছাড়াও কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক অভিভাবক, অটিজম আক্রান্ত শিশুর অভিভাবক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।