রোয়াংছড়িতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজনের উপজেলা টাউন হলে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুন ২০২২) আয়োজিত অনুষ্ঠানে যুগ্ন সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নেইতন বুইতিং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।

NewsDetails_03

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, সহ সভাপতি চহ্লামং মারমা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, আনন্দসেন তঞ্চঙ্গ্যা, চাইনিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, নুচমং মারমা, মংহাইনু মারমা, অম্রাচিং মারমা, ললিত কুমার তঞ্চঙ্গ্যা, পুুরুকান্তি তঞ্চঙ্গ্যা, চন্দ্রলাল তঞ্চঙ্গ্যা, অংসিংউ মারমা প্রমুখ।

প্রধান অতিথি চহাইমং মারমা বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার লক্ষে দলের নেতাকর্মীর সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান।

আরও পড়ুন