রোয়াংছড়িতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবস, ১৭ আগস্ট ৬৩ জেলা সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রতিবাদে গণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশে উ.সারা লাইব্রেরী প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠান করা হয়।

আজ বুধবার (৩১ আগস্ট) সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চহ্লামং মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।

NewsDetails_03

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগে যুগ্ন সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, বান্দরবান পৌরসভা ৫নং ওয়ার্ড কউন্সিলর অজিত কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আথুইমং মারমা।

এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সহ তৃণমূল পর্যায়ে ৫ শতাধিক নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রায় ৬ শতাধিক মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন