বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে দলের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীকে বিজয়ী করা লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোয়াংছড়ি বাজার মাল্টিপারপাস মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ রোববার সকাল সাড়ে ১১টা অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রোয়াংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে পরিচালনা আহবায়ক কমিটি সভাপতি সত্যপাঞ্জি।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: মোজাম্মেল হক বাহাদুর,জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,মন্ত্রী প্রতিনিধি নেইতং বুইতিং,উপজেলা পরিষদের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী চহাইমং মারমা,সাবেক ইউপি চেয়ারম্যান মংয়ইঅং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা,যুগ্ন সাধারণ সম্পাদক ধীরেন ত্রিপুরা,৫ম আসন্ন উপজেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,মহিলা আওয়ামী লীগের সভাপতি অং ম্রা চিং মারমা,সাধারণ সম্পাদক মাউসাং মারমা।
এছাড়া ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠনে সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সত্যপাঞ্জি বক্তব্যের বলেন, ব্যক্তির দিকে না তাকিয়ে দলের প্রিয় মার্কা নৌকা প্রতীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।