বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর প্রতিনিধি নেইতন বইতিং বম,রোয়াংছড়ি উপজেলা শহর মহিলা আ.লীগ সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,উপজেলা আ.লীগে সাংগঠনিক সম্পাদক ধীরেন ত্রিপুরা,সাবেক খেলোয়ার ও আয়োজক কমিটি সদস্য সচিব উমংসিং মারমা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কামাল হোসেন। উদ্বোধনী সংগীতের সাথে নৃত্য পরিবেশন করেন স্থানীয় নটরাজের শিশু শিল্পীরা। প্রথম পর্বে খেলায় অংশ গ্রহন করেন রোয়াংছড়ি একাদশ বনাম রোয়াংছড়ি কম্পেশন দল। তম্মধ্যে উভয় দলের নির্ধারিত সময় নব্বই মিনিটে খেলায় ২-২ গোলে ড্র করেন।