আজ শনিবার সকাল ১০টা অনুষ্ঠিত সভায় একতা ক্রেডিট ইউনিয়নের সমিতির সভাপতি থোয়াইনুমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,রোয়াংছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান অংশৈমং মারমা,ধীরেন ত্রিপুরা,বেসরকারি সংস্থা করিতাসের কর্মসূচীর কর্মকর্তা রেমন আসাম,স্টিফেন ত্রিপুরা,কোষাধ্যক্ষ সাচিং মারমা,উপজেলা ম্যানেজার যোসেফ প্রীতি কান্তি ত্রিপুরা প্রমুখ।
এসময় সভায় সমিতির সাধারণ সম্পাদক সাংনোয়াম বম সঞ্চালনা ২০১৭-১৮ অর্থ বছরের ১৯ লক্ষাধিক টাকা ঋণ বিতরণ সংক্রান্তে আয় এবং ব্যয়ের হিসাবগুলো মাল্টিমিডিয়া মধ্যে দিয়ে উপস্থাপন করেন। সমিতির সভাপতি থোয়াইনুমং মারমা বলেন আগামী ২০১৮-১৯ অর্থ বছরে পুনরায় ঋণ বিতরণে কার্যক্রম শুরু করা হচ্ছে।
এসময় প্রধান অতিথি চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন, সরকারি পাশাপাশি নিজেদের উদ্যোগের সমিতির ঋণ কার্যক্রম পরিচালনায় মাধ্যমে আর্থিক স্বচ্ছল হওয়া একান্ত প্রয়োজন। আগামীতে আরো উদ্যোগী হয়ে নারী ক্ষমতায়নে সার্বিক সহায়তা প্রদানে আহবান জানান।