রোয়াংছড়িতে কঠিন চীবর দান সম্পন্ন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আয়োজিত মাসব্যাপি কঠিন চীবর অনুষ্ঠান, সর্বশেষ কঠিন চীবর অনুষ্ঠান হিসাবে খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহারের অনুষ্ঠিত হয়। চীবর দানে পাশাপাশি বৌদ্ধদের সর্বোচ্চ জ্ঞানী বুদ্ধ দেহ বিশেষ বুদ্ধ ধাতু পূজা ও হাজার প্রদীপ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর ২১) অনুষ্ঠিত কঠিন চীবর ও নানাধিক দানোষ্ঠানে সভাপতিত্ব করেন খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: ভদন্ত কবিদা মহাথেরো।
এসময় অতিথি বৌদ্ধ ভিক্ষু হিসাবে উপস্থিত ছিলেন, তুংক্ষ্যং পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ, নাছালং পাড়া বিহারে অধ্যক্ষ রাচিন্দা থেরো, কানাইজো পাড়া বিহারে অধ্যক্ষ পামুখা থেরো’সহ অর্ধ শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও দুই শতাধিক ধর্ম প্রাণ নর-নারী দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠানে ধর্ম সভায় অংশগ্রহণ করেন।