রোয়াংছড়িতে কবিরাজদের সাথে ভেষজ উদ্ভিদ গবেষকের আলোচনা সভা

NewsDetails_01

রোয়াংছড়িতে আলোচনা সভা
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম ও গৌণ বনজ সম্পদ বিভাগের উদ্যোগে আয়োজনে বান্দরবানের রোয়াংছড়িতে স্থানীয় কবিরাজের ভেষজ উদ্ভিদের ব্যবহার বিষয় নিয়ে গবেষকের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক মো: মনিরুল ইসলাম। এতে প্রধান গবেষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের গৌণ বনজ সম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: রফিক হায়দার,স্থানীয় কবিরাজ উচমং মারমা,কবিরাজ উচনু মারমা,কবিরাজ চথোয়াইঅং মারমা,কবিরাজ লিয়েন বম,আয়োজক ও সহযোগি হ্লাছোহ্রী মারমাসহ আরো অনেকে।
এসময় আলোচনা সভায় প্রাকৃতিক বনজ ওষুধি বিভিন্ন গাছ গাছালিকে নিয়ে গুণাগুনের সম্পর্কে প্রাথমিক গবেষণা মধ্যে দিয়ে পর্যাবেক্ষণ করা হয়।

আরও পড়ুন