বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় শীতের প্রকোপ শুরু হওয়ায় ৬ শতাধিক দু:স্থ পরিবারের মাঝে বিনামূল্যে শীতের কম্বল বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি’র সহধর্মিনী মেহ্লা প্রু।
সোমবার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন পরিষদের মিলনায়তনে কম্বল বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবা প্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহ্লা প্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী,নেত্রী এঙৈ মারমা,মেনি মারমা,চনুমং মারমা প্রমুখ।
এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি কারবারি,মেম্বারসহ এলাকার শতাধিক নারী পুরুষ।