রোয়াংছড়িতে কিশোর কিশোরীদের সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক সম্মেলন

বান্দরবানের রোয়াংছড়িতে কিশোর কিশোরী ও অভিভাবকদের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলানায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

NewsDetails_03

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা ।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রোয়াংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আলুমং মারমা, রোয়াংছড়ি উপজেলা ব্যবস্থাপক থুইসাচিং মারমা।
সমাবেশে পুষ্টি, স্বাস্থ্য, স্যানিটেশন, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন বক্তারা ।

আরও পড়ুন