আজ সোমবার সকাল সাড়ে ১০ দিকে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা। আরো উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের সহকারি প্রকল্প পরিচালক শ্যামল বিকাশ চাকমা, ইউনিয়ন পরিষদের সদস্য মেচিংঅং মারমা,গান্ধিলাল তঞ্চঙ্গ্যা, প্রু সানু মারমা,উহ্লাসিং মারমা,সংরক্ষিত মহিলা সদস্যা আ প্রুমে মারমা,উঞোয়াই প্রু মারমা প্রমুখ।
এসময় চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, অথর্, পুষ্টি ও ফলের চাহিদা পূরণ করতে ফলদ বাগানের কোন বিকল্প নেই। সমাজিক উন্নয়ন ও আর্থিক ভাবে লাভবান হতে হলে প্রচুর গাছ লাগাতে হবে।