রোয়াংছড়িতে ছাত্রদের নাস্তার টাকায় ৭০ পরিবারকে ত্রাণ প্রদান
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের খায়াম্রং পাড়া,গংখাং পাড়া, শীলছড়িসহ দুর্গম পাড়াতে ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পড়ুয়া ছাত্র সংগঠন।
সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা দৈনিক নিজেদের সঞ্চিত নাস্তার টাকা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও মাহামারী জনিত কারণে কর্মহীন ও হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের মহা সাংগ্রাই, বৈসু, বিজু (বৈসাবি) উপলক্ষ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াচ, সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ খাদ্য সামগ্রী উপহার হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল ২০২০) ত্রাণ বিতরণে সময় উপস্থিত ছিলেন বান্দরবান স্টুডেন্ট এসোসিয়েশনের (বিএসএমসিইউ) সভাপতির পুলু মারমা,সহ সভাপতি মিলন মারমা, সাধারণ সম্পাদকা মো: সাদ্দাম হোসেন মানিক,বান্দরবান মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের (বিএমএসএ) সভাপতির ডাক্তার বেনজির জাহাঙ্গীর নুয়েল,সাংগঠনিক সম্পাদক মো: আলভী, প্রচার সম্পাদক মো: ইরফান,বান্দরবান বিডি ক্লিন সভাপতির মো: আবু রক্কর,বান্দরবান জাদীটং যুব সংঘ এর সভাপতি উহ্লামং মারমা,উচমং মারমা,মংনি মারমা।